রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ২০ জুলাই ২০২৫

রাজধানীতে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজধানীতে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

 

শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৮টা থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে পল্লবী থানাধীন সেকশন-১২, সিরামিক রোড, ব্লক-ধ এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরাই এই আগুন লাগিয়েছে।’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কাটার মোড় এলাকায় পার্কিং করে রাখা বিহঙ্গ পরিবহনের বাসটিতে হঠাৎ করে দাউ দাউ করে আগুন ধরে যায়। স্থানীয়দের চিৎকারে পল্লবী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ঘোষিত হরতাল বাস্তবায়নের অংশ হিসেবেই এ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।

সম্পর্কিত বিষয়: