বুধবার ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

শেরপুর প্রতিনিধি :

প্রকাশিত: ১০:৩৮, ১২ আগস্ট ২০২৫

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার
সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি পৌর শাখার কর্মী মাওলানা মো. আব্দুল্লাহ বাদশাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। উপজেলা শাখার পরামর্শ এবং পৌর শাখার গত ১১ আগস্টের কর্মপরিষদ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত কার্যকর হয়। বৈঠকে দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।


এ বিষয়ে নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল মোমেন বলেন, দলটি তার নীতি-আদর্শে কঠোরভাবে অটল এবং শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কারও জন্য ছাড় নেই। সংগঠনের ঐক্য ও সুনাম রক্ষায় প্রয়োজনে যেকোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


দলটির পক্ষ থেকে নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাওলানা মো. আব্দুল্লাহ বাদশার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: